Holude Chokh Rakho Song Lyrics (হলুদে চোখ রাখো) – Mahtim Shakib

BDLove23January 27, 2022

Holude Chokh Rakho Song Lyrics (হলুদে চোখ রাখো) – Mahtim Shakib: Latest Bangla song sung by Mahtim Shakib, and lyrics were written by Prosenjit Ojha. Music video directed by Protune Team.

Holude Chokh Rakho Song Lyrics

 

Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো) – Mahtim Shakib

 

Song Details:

  • Song : Holude Chokh Rakho | হলুদে চোখ রাখো
  • Singer: Mahtim Shakib
  • Lyrics: Prosenjit Ojha
  • Compositions: Shovon Roy
  • Music Label: Protune
  • Direction : Protune Team

 

Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো)

তুমি সবুজে সুনীলে হাঁটো
আর হলুদে দুচোখ রাখো,
তোমার বুকের ভেতর
গোলাপের ছোট্ট গ্রাম,
আমি সেই মাটিতে আমার
নাম লিখে রাখলাম।

 

তোমার কথায় মধু মাখা
তোমার হাসিতে মুগ্ধতা,
তোমার ছোঁয়ায় আমার
শান্ত শীতল মন,
আমার তোমাকেই শুধু
তোমাকেই প্রয়োজন।

 

আমার সবই তোমাকে দিয়ে
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

 

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার
বলে দিলাম।।

 

তোমার প্রজাপতির ডানায়
আমার মনেতে রঙ ছড়ায়,
আমার ভাবনা জুড়ে
ফাগুন ফুলের বন,
তোমার হৃদয়ের কার্নিশে
ওই এক ফালি চাঁদ নাচে,
আমার জীবন তোমার
নিকানো উঠোন।

 

আমার সবই তোমাকে দিয়ে
বিনিময়ে তোমাকে নিয়ে নিলাম।

 

আমি তোমাকে ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি,
হাজার লক্ষ কোটি কোটি বার
বলে দিলাম।।

 

Holude Chokh Rakho Lyrics (হলুদে চোখ রাখো) Banglish

Tumi sabuje sunile hato
Ar holude duchokh rakho
Tomar buker bhitor
Golaper chotto gram
Ami sei matite amar
Naam likhe rakhlam
Tomar kothay madhumakha
Tomar hasite mugdhota
Tomar choway amar
Shanto shitol mon
Amar tomakei shudhu
Tomakei proyojon
Amar shobi tomake diye
Binimoye tomake niye nilam

Categories