মুক্তির সাথে সাথেই ঝড় তুলল “Martin” মুভির টিজার।

KGF Chapter 1, Chapter 2 এর পর 777 Charlie ও Kantara আসার পরে সর্বশেষ এখন Martin, কান্নাডা সিনেমা একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে দর্শক মহলে।
নতুন মুক্তি পাওয়া Martin সিনেমার টিজার মুক্তি পাওয়ার সাথে সাথেই একদম ঝড় তুলে ফেলেছে দর্শক ও ক্রিটিক্স মহলে, AP Arjun পরিচালিত হাই অকটেন অ্যাকশন সিনেমা “Martin” এর টিজারে দেখা গেল দূর্দান্ত অ্যাকশন, ডায়লগ সহ কার চেসিং ও অসাধারণ ভিএফএক্স, যা KGF মুক্তির পরে অন্য কোন সিনেমায় দেখা যায়নি।
Martin সিনেমার বিজিএম মিউজিক করেছেন Ravi Basrur, বরাবরের মতো Ravi Basrur এবারও তার দুর্দান্ত মিউজিক এর জাদু দেখিয়েছেন এই সিনেমায়। দুই মিনিটের টিজারে বিজিএম মিউজিক ছিল অসাধারণ! Martin এর টিজার দেখার সময় অবশ্যই আপনার KGF এর কথা মনে পড়বেই।
টিজারে প্রধান চরিত্রে অ্যাকশন করতে দেখা যাচ্ছে Dhruva Sarja কে, যিনি আরও বেশকিছু সুপারহিট কান্নাডা সিনেমায় অভিনয় করেছেন।
Read also_
এক কথায় Martin এর টিজার দর্শকের মন জয় করতে পেরেছে, যদিও টিজার দেখে সিনেমার স্টোরি বুঝাযায়নি, সিনেমার স্টোরি ভালো হলে আশাকরা যায় Martin বক্সঅফিসে ভাল আয়ের রেকর্ড গড়তে পারবে।