Mon Anmone (মন আনমনে) Bengli Movie Magic Song Lyrics

Mon Anmone (মন আনমনে) Latest Bengali Movie Magic Song Lyrics Sung by Santanu Dey Sarkar, Antara Mitra. In this song, male Lead actor Ankush Hazra And the female actress is Oindrila Sen. Music Composing by Dabbu. Songs Lyrics Writter is Rajiv Dutta.
Mon Anmone (মন আনমনে) Bengli Movie Magic Song Lyrics
Song Details:
- Song Name: Mon Anmone
- Movie Name: Magic
- Singer : Santanu Dey Sarkar, Antara Mitra
- Music: Dabbu
- Lyrics: Rajiv Dutta
Mon Anmone Song Lyrics:
ডেকেছে তোকে মন আনমনে
লেগেছে চোখে ঘোর গোপনে,
মুঠো চিঠি তোরই নামে
উড়িয়েছি আরামে,
পড়ে নে তুই শুধুই
সে কথার ইশারা।
এই ঘোর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।
এলো নেমে আড়ালে ধীরে তোর কাহিনী
ভালোলাগে ছোঁয়াচে সে আছে
আমার দিন কী রঙিন।
তোকে ভেবে কত না আলো হাত বাড়ালো
তাকালি যেই, আদরে আলাপে
আমার ঘুম পাড়ালো।
এগিয়ে দে, ধরা পড়ি
হাসিরা তোর বাহারই,
আমিও খুব জানি কেন এই পাহারা।
এই ঘোর আমার তোর কিনারায়
রাত ভোর কাটায় এ ভালোবাসায়।
Biporite (বিপরীতে) Latest Bangla Song Lyrics by Minar Rahman