মন মানে না | Mon Mane Na (2008) Movie Download – দেব ও কোয়েল মল্লিক অভিনীত সুপারহিট বাংলা লাভ রোমান্টিক চলচ্চিত্র।

মন মানে না সিনেমা তে রাহুল চরিত্রের দেব, রিয়া চরিত্রে কোয়েল মল্লিক, পুলিশ চরিত্রে অভিনয় করেছেন তাপস পাল। সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত গুহ এবং প্রযোজনা করেছেন নিসপাল সিং, গানের সুরকার হচ্ছেন জিৎ গাঙ্গুলী ও প্রযোজনা কোম্পানি হচ্ছেন সুরিন্দার ফিল্মস। চলচ্চিত্রটি ৫ই ডিসেম্বর ২০০৮ সালে সিনেমা হলে মুক্তি পায় এটি নির্মাণে ব্যয় হয়েছিল দেড় কোটি ইন্ডিয়ান রুপি।
মন মানে না (২০০৮) [Mon Mane Na]
ছিনেমার নাম: | মন মানে না (২০০৮) |
প্রধান চরিত্রে: | দেব, কোয়েল মল্লিক |
পরিচালক: | সুজিত গুহ |
Size: | 1 GB |
Quality: | 480p, 720p, 1080p |
কিভাবে আমাদের এখান থেকে মুভি টি ডাউনলোড করবেন এটা জানার জন্য ও বুঝার জন্য সম্পূর্ণ লেখাটি পড়ুন।
প্রথমে আমাদের নিচে দেওয়া লিঙ্কটি কপি করে নিন।
- https://drive.google.com/file/d/1ZxRtmYmEMdu5qe0NSIdxWoXLwPDOPxUz/view
লিংকটি কপি করা হয়ে গেলে আপনার ব্রাউজারের এড্রেসবারে লিংকটি পেস্ট করে সার্চ করুন।
সার্চ করে পরে আপনি আপনার কাঙ্ক্ষিত মুভিটি পেয়ে যাবেন, আপনি চাইলে লিংক থেকে মুভিটি অনলাইনে দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করতে সমস্যা হলে নিচের দেওয়া আমাদের ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে আপনি আপনার মুভির লিংক চাইতে পারেন ফেসবুক গ্রুপ বা চ্যানেলে গিয়ে কাঙ্খিত মুভির নাম নাম উল্লেখ করে পোস্ট করবেন ধন্যবাদ।
আমাদের টেলিগ্রাম লিঙ্ক – https://t.me/bdlove23