Morey Jak Song Lyrics (মরে যাক) – Pritom Hasan

Morey Jak Song Lyrics (মরে যাক)  by Pritom Hasan, Morey Jak (মরে যাক) Latest Bangla song Lyrics sung by Bangla Talented singer Pritom Hasan song lyrics written by Pritom Hasan. Kawser Hamid was the director of photography in this Bangla Music Video, Morey jak Song‘s Lead male actor is Pritom Hasan, and the female actress was Israt Sabrin and Sharmin Shathi.

Morey Jak Lyrics (মরে যাক) – Pritom Hasan

Watch This Beautiful Song Morey Jak by Pritom Hasan – Morey Jak (Official Music Video) | Pritom Hasan | Bangla New Song 2021

Song Details:

  • Song Title: Morey Jak
  • Direction & Script: Team Pritom
  • Cast: Pritom Hasan, Israt Sabrin, Sharmin Shathi
  • Produced: Waliun Nabi
  • Photography Director: Kawser Hamid

Morey Jak Lyrics (মরে যাক) by Pritom Hasan

[if I don’t like it –
(আমার যা পছন্দ নয়)
I will burn it anyway –
(তা আমি পুড়িয়ে ফেলি)]

তুমি হাসলে যে ফোটে ফুল
সবখানে
তাই তো আমি করি যে ভুল
বারে বারে,

তুমি যেখানে সেখানে
পাখিরা ডাকে,

সে পাখিরা কেউ তো চেনে না
আমাকে,

যদি তুমি, জানতে চাও
কি চাই আমি পৃথিবীতে
রাখবে কি গোপন করে..?
না হয়ে অবাক..?

আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক,

শুধু তোমার ফুল তোমার
পাখিরা বেঁচে থাক,

আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক
শুধু আমার ভুল তোমার
হাসিরা বেঁচে থাক।

পলক বিহীন এ আয়নাতে
চেয়ে থাক যদি
সে ভেঙ্গে যাবে, সে ভেঙ্গে যাবে
তোমার প্রিয় তারারো দল
ভুলে গেছে আমাকে
অনেক আগে, অনেক আগে,

যদি তুমি জানতে চাও
কত ব্যাথা এ হৃদয়ে
শুনবে কি সময় নিয়ে..?
না করে রাগ..?

আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক,
শুধু তোমার ফুল তোমার
পাখিরা বেঁচে থাক,
আমি তো চাই পৃথিবীর
সবাই মরে যাক,
শুধু আমার ভুল তোমার
হাসিরা বেঁচে থাক।

[if I don’t like it –
আমার যা পছন্দ নয়,
I will burn it anyway –
তা আমি পুড়িয়ে ফেলি,
let the whole world die –
সারা পৃথিবী মরুক
if I don’t like it –
আমার যা পছন্দ নয়,
I will burn it anyway –
তা আমি পুড়িয়ে ফেলি,]

 

Morey Jak Lyrics

Tomay Shudhu Chai (তোমায় শুধু চাই) Song Lyrics

Related Articles

Back to top button