Oviman (অভিমান) Song Lyrics – Tanveer Evan

Oviman (অভিমান) Song Lyrics  Latest Bangla Drama/Natok “Bestfriend 3” Song sung by Tanveer Evan, in this beautiful song lead male actor Jovan and female actress was Mehazabien Chowdhury, Lyrics Written by Tanveer Evan.

 

Oviman (অভিমান)  Bestfriend 3 Natok Song Lyrics by Tanveer Evan

 

Song Details:

  • Song Title: Oviman
  • Drama Title: Best Friend 3
  • Vocal, Tune & Lyrics: Tanveer Evan
  • Music: Piran Khan
  • Director: Probir Roy Chowdhury

 

Oviman Song Lyrics – অভিমান লিরিক্স – তানভীর ইভান:

আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে।

তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।

গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি।।

কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো।

আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়,
করে বসি তোমায় ভেবে।

আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন,
তুমি বোঝোনি কেন আমাকে?

তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি।

গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি।

 

Biporite (বিপরীতে) Latest Bangla Song Lyrics by Minar Rahman

Related Articles

Back to top button