দর্শক টানতে পারলো কি সেলফি সিনেমা?

অক্ষয় কুমার এবং ইমরান হাসমি অভিনীত কমেডি ড্রামা ফিল্ম “সেলফি” খুব বেশি পছন্দ করছেননা দর্শক ও ক্রিটিক্স রা।
সম্প্রীতি ২৪ ফেব্রুয়ারি সারা ভারত জুড়ে মুক্তি পায় বলিউডের খিলাড়ী নাম ক্ষ্যাত অক্ষয় কুমার ও চকলেট বয় নাম ক্ষ্যাত ইমরান হাসমি অভিনীত বলিউড সিনেমা “সেলফি”! মুক্তির পর মুভি সমন্ধে খুব বেশি প্রশংসা করতে দেখা যায়নি দর্শকদেরকে।
বলে রাখি Selfiee মুভিটি হচ্ছে মালায়ালম মুভি Driving Licence এর অফিসিয়াল রিমেক, Driving Licence এ অভিনয় করেছে মালায়ালম ইন্ডাস্ট্রির সুপারস্টার পিরথিবিরাজ ও সুরাজ ভেন্জারামুডু, এর বক্সঅফিস কালেকশন ছিল এভারেজ।
ক্রিটিক্সরাও খুব ভাল রেটিনং দেয়নি সেলফি মুভির, বেশিরভাগ ক্রিটিক্স এটিকে ২.৫ ও ৩ ষ্টার দিয়েছে ৫ এর মধ্যে।
এদিকে অভিনয়ের প্রশংসায় ভাসছেন ইমরান হাসমি বেশিরভাগ দর্শকের মুখে অক্ষয় এর চেয়ে ইমরান হাসমির প্রশংসা শুনা যাচ্ছে দর্শক বলছে সেলফি মুভিতে ইমরান হাসমির এক্টিং দুর্দান্ত লেগেছে তাদের আর অক্ষয় কুমারের অভিনয় ছিল এভারেজ।
Read also_
সিনেমা হলে দর্শক সংখ্যা ও ছিল তুলনা মূলক কম, স্বাভাবিক ভাবেই অক্ষয় কুমারের মুভি থিয়েটারে মুক্তি পেলে যে সংখক দর্শকের ভিড় দেখাযায় সেলফির ক্ষেত্রে ব্যাপারটা উল্ট দেখাচ্ছে। অধিকাংশ হলই সিট্ খালি ছিল বলে জানা যাচ্ছে।
ক্রিটিক্সদের মতে সেলফির বক্সঅফিস কালেকসন খারাপ করার কারণ হিসেবে মুভির স্টোরি দমদার না হওয়া কারণ বলে ধারণা করা হচ্ছে।