আফরান নিশোর প্রথম মুভি সুড়ঙ্গ’র শুটিং শুরু হলো!

শুরু হয়ে গেল আফরান নিশোর প্রথম বড় পর্দার সিনেমার শুটিং! অনেক আগে থেকেই গুঞ্জন উঠেছিল আফরান নিশো বড় পর্দায় আসছে তবে এবার গুঞ্জন সত্যি হল, ১ই মার্চ ২০২৩ থেকে শুরু হল আফরান নিশোর বড়পর্দায় প্রথম সিনেমা সুড়ঙ্গ’র শুটিং।

ছোট পর্দা কাঁপানো আরফান নিশো এবার দর্শকদের মাঝে হাজির হচ্ছেন বড় পর্দায় তার প্রথম সিনেমা “সুড়ঙ্গ” নিয়ে, এর আগে নিশো অসংখ বাংলা নাটক ও টিভি এড করেছেন, তার অভিনীত নাটক সবসমই দর্শক মহলে পছন্দের শীর্ষেই থাকে। OTT তে হাতে গোনা কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি তার মধ্যে “কাইজার” ও “মরীচিকা” বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার তিনি আসছেন বড় পর্দায়।

সুড়ঙ্গ সিনেমার পরিচালক রায়হান রাফির সাথে আফরান নিশো বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন, রায়হান রাফি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন তার পরিচালিত জনপ্রিয় সিনেমা “হাওয়া” ও “দামাল” দিয়ে। এইবার রায়হান রাফির সাথে আফরান নিশো হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে।

Read also_

সুড়ঙ্গ সিনেমায় আফরান নিশোর সাথে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা সহ আরও অনেকে।

সিনেমার গল্প কি নিয়ে হবে সেটা এখনো জানাযায়নি আশাকরি যখন সিনেমার টিজার অথবা ট্রেইলার রিলিজ হবে তখন জানা যাবে সিনেমার গল্প কি নিয়ে এবং কে কে আছেন সিনেমায়।

চরকি ও আলফা আ “সুড়ঙ্গ” সিনেমাটির প্রযোজনায় রয়েছেন।

Related Articles

Back to top button