Tomay Shudhu Chai (তোমায় শুধু চাই) Song Lyrics

Tomay Shudhu Chai (তোমায় শুধু চাই) Latest Bangla song Lyrics Sung by Imran and Bristy. in this music video song lead male actor Imran Mahmdul and the female lead actress is Bristy, Lyrics written by Ahmed Risvy Song directed by Saikat Reza.
Tomay Shudhu Chai (তোমায় শুধু চাই) Lyrics Bangla Music Video Song by Imran Mahmudul and Bristy
Song Details:
- Song Title: Tomay Shudhu Chai
- Singer: Imran mahmudul & Nischup Bristy
- Tune & music: Imran Mahmudul
- Lyrics Writer: Ahmed Risvy
- Directior: Saikat Reza
- Music Label: Soundtrack
Tomay Shudhu Chai Song Lyrics (তোমায় শুধু চাই লিরিক্স – ইমরান, বৃষ্টি):
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
তুমি যখন থাকো দূরে
প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার
বাঁচার উপায় নাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
তুমি আমার দখিন হাওয়া
আধাঁর রাঁতের চাঁদের জোছনা,
তুমি আমার ভেতর-বাহির,
তোমায় ছাড়া কিছুই বুঝিনা।
দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয়
তোমারি কথাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যেদিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
অনুভূতির রঙে লেখা
তুমি আমার অমর কবিতা,
তোমায় কত ভালোবাসি
কেউ জানেনা হৃদয় জানে তা।
দিনে দিনে আমি তোমার মাঝে
আরো ডুবে যাই,
বারে বারে মন বলে শুধু,
তোমারি কথাই, প্রিয়
তোমারি কথাই।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
যে দিকে তাকাই, তোমার
মুখটা দেখতে পাই।
এই জীবনের গল্পে আমার,
চাওয়ার কিছু নাই, আমি
তোমায় শুধু চাই।
তুমি যখন থাকো দূরে
প্রাণ থাকেনা দেহের ঘরে,
হৃদয় পুড়ে ছাই, আমার
বাঁচার উপায় নাই।